চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে পুড়ে গেছে ৬টি বসতঘর। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের পূর্ব গোমদী চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা সমাজ সেবক মো. ইলিয়াস চৌধুরী জানান, আগুনে চৌধুরী পাড়ার আবদুস সবুরের বাড়ির মো. কাউছার, মো.আব্বাস, আবুল কালাম, আবদুল মাবুদ, আলতাফ হোসেন ও শওকত আরা বেগমের টিনশেড বসত ঘর পুড়ে যায়। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪লাখ টাকা হবে।
আন্তর্জাতিক: ট্রাম্পের সঙ্গে বিরোধে মাদুরোর পাশে নেই শি-পুতিন
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে মূলধন বাড়লো আড়াই হাজার কোটি টাকা