image

তফসিল ঘোষণার পর জামায়াত প্রার্থীর বিলবোর্ড ও পোস্টার অপসারণ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, নড়াইল

গত বৃহস্পতিবার সন্ধ্যায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু নির্বাচনী আচরণবিধি মেনে বিলবোর্ড, তোরণ, ফেস্টুন ও পোস্টার অপসারণ কাজ শুরু করেছেন। এ লক্ষ্যে গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মালিবাগ মোড়ে নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর রজিবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নড়াইল-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর বিলবোর্ড, পোস্টারসহ বিভিন্ন ধরণের নির্বাচনী প্রচার উপকরণ অপসারণ শুরু করেছি। আমরা নির্বাচন কমিশন আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ লক্ষ্যে আমিসহ দলীয় নেতাকর্মীরা বিলবোর্ড, ফেস্টুন, তোরণসহ সব ধরণের প্রচার উপকরণ অপসারণ কাজ করছেন। ৪৮ ঘণ্টার মধ্যেই আমরা সবকিছু অপসারণ করব। আশা করছি, নড়াইল-২ আসনের ভোটাররা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমাকে বিজয়ী করবেন। দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। নড়াইল-২ আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার যেসব প্রতিযোগী বন্ধু প্রার্থী আছেন, তারাও সুষ্ঠু ভোট অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাবেন।

‘সারাদেশ’ : আরও খবর

» বেলতলী বধ্যভূমি দিনে গো-চারণ রাতে মাদকসেবীদের আড্ডা

সম্প্রতি