image

রায়পুরে ২ জনে চলছে মৎস্য অফিস, ব্যাহত কার্যক্রম

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, রায়পুর লক্ষ্মীপুর

জনবল সংকটে ধুঁকছে রায়পুর উপজেলা মৎস্য অফিস চলছে মাত্র দুইজন কর্মকর্তা দিয়ে। গত কয়েক বছর ধরে এ কার্যালয়ে ছয়টি পদের মধ্যে চারটি শূন্য থাকায় জনবল সংকটে ভুগছে অফিসটি। যে কারণে মাঠ পর্যায়ের ও অফিসে কর্মকাণ্ড চালাতে গিয়ে বেকায়দায় পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের।

জানাযায়, রায়পুর উপজেলা মৎস্য অফিসে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী (মাঠকর্মী), অফিস সহকারী ও অফিস সহায়কের পদ রয়েছে। বর্তমানে অফিসটিতে কর্মরত রয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও ক্ষেত্র সহকারী (মাঠকর্মী)। উপজেলাব্যাপী কর্মকাণ্ড চালাতে গিয়ে তাঁদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। রায়পুর উপজেলা ১০টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকা নিয়ে গঠিত। এখানে রয়েছে প্রায় পাঁচ লাখ জনবসতির। প্রতিবছর এ উপজেলায় ১০ হাজার ৫৭৫ মেট্রিক টন মাছ উৎপাদন হয়ে থাকে। এবারের বন্যা ও জলাবদ্ধতায় মৎস্য খামারিদের মাছ ভেসে ও অবকাঠামো নষ্ট হয়ে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। অফিসটিতে মাত্র দুইজন বর্তমানে কর্মরত থাকায় সেবা নিতে এসে পড়তে হয় বিপাকে।

মৎস্যজীবী জয়নাল আবেদী বলেন, মৎস্য অফিসের জনবল বেশি থাকলে তাদের সেবা পেতে সহজ হয়। সে কারণে তিনি দ্রুত ওই অফিসে জনবল পূরণের দাবি জানান।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান বলেন, দীর্ঘদিন ধরে অফিসে চারটি পদ শূন্য থাকায় কার্যক্রম চালাতে গিয়ে কিছুটা সমস্যায় পড়তে হয়। ইতিমধ্যে জনবল সংকটের বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শীগ্রই অফিস সহকারী নিয়োগ দিতে পারে।

‘সারাদেশ’ : আরও খবর

» বেলতলী বধ্যভূমি দিনে গো-চারণ রাতে মাদকসেবীদের আড্ডা

সম্প্রতি