image

হাদির ওপর হামলার প্রতিবাদে রায়পুরে বিক্ষোভ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রায়পুর বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্রশিবির। গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে শহরের আলিয়া মাদ্রাসার মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ ওসমান চত্বর থেকে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা শিবিরের সেক্রেটারি আরমান হোসেন, পৌর জামায়াত নেতা সাঈদ রাকিব, জেলা শিবিরের সাবেক সভাপতি মনির হোসেন, জেলা শিবিরের নেতা আব্দুল মোতাল্লেব, রায়পুর পৌর শিবিরের সভাপতি নুর নবী ও কলেজ শিবিরের সভাপতি সবুজ আলম প্রমুখ।

এসময় বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

‘সারাদেশ’ : আরও খবর

» বেলতলী বধ্যভূমি দিনে গো-চারণ রাতে মাদকসেবীদের আড্ডা

সম্প্রতি