যশোরের আলোচিত বিপুল হত্যা মামলার প্রধান আসামি ইমনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। গত বৃহস্পতিবার মধ্যরাতে মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমন যশোর সদর উপজেলার ডালমিল কলাবাগান এলাকার আব্দুল জব্বারের ছেলে।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ইমনের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়ার পর রাতেই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তাকে আটক করা সম্ভব হয়।
র্যাবের তথ্যানুযায়ী, আশরাফুল ইসলাম বিপুল হত্যাকান্ডের পেছনে দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ ছিল। ইমনের সহযোগী রিয়াজ হোসেন বাপ্পীর সাবেক স্ত্রী সুমাইয়া আক্তার পরবর্তীতে বিপুলকে বিয়ে করলে ওই বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে রিয়াজ, ইমনসহ অন্য আসামিদের সঙ্গে বিপুলের একাধিকবার কলহের ঘটনা ঘটে।
এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই রাতে পূর্বপরিকল্পিতভাবে শহরের ষষ্টিতলা এলাকায় ইমনসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আশরাফুল ইসলাম বিপুলকে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের মা যশোর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ইমনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। সে বিপুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি।
আন্তর্জাতিক: ট্রাম্পের সঙ্গে বিরোধে মাদুরোর পাশে নেই শি-পুতিন
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে মূলধন বাড়লো আড়াই হাজার কোটি টাকা