image
দশমিনা(পটুয়াখালী): উপজেলার ৭টি ইউনিয়নের চরাঞ্চলসহ ফসলি জমিতে এবার শীতকালীন ফসলের ব্যাপক চাষাবাদ -সংবাদ

দশমিনায় শীতকালীন ফসলের ব্যাপক চাষাবাদ, বাম্পার ফলনের সম্ভাবনা

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের চরাঞ্চলসহ ফসলি জমিতে এবার শীতকালীন ফসলের ব্যাপক চাষাবাদ করা হয়। চাহিদার কথা বিবেচনা করে এবং লোকসান কাটিয়ে উঠতে কৃষকরা শীতকালীন সবজির চাষ শুরু করে। মাঠ জুড়ে সবজির গাছ দেখে মনে হয় লাল-সবুজ গালিচা বিছানো। মাঠ জুড়ে বিভিন্ন ধরনের শীতকালীন ফসল দেখে খুশির ঝিলিকে কৃষকের চোখে মুখে হাসি উঠেছে।

উপজেলায় চলতি মৌসুমে ফুলকপি, পাতাকপি, লালশাক, ধনিয়া, পালংশাকসহ নানা জাতের সবজি ফসলের আবাদ করা হয়। কৃষকের উৎপাদিত ফসল স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতি বছর দেশের বিভিন্ন জেলায় বাজারজাত হয়ে থাকে। ক্ষেত থেকে ফসল তুলতে নারী-পুরুষ ও শিশুরা কয়েকদিন পরেই ব্যস্ত হয়ে পড়বে। দল বেধে গৃহবধূ ও শিশুরা জমিতে ফসল তোলার কাজে ব্যস্ত হয়ে যায়। স্কুল বন্ধ থাকলে শিশুরা পরিবারের এই কাজে সহায়তা করে থাকে। এছাড়া কৃষক পরিবারের বাইরেও নারী শ্রমিকরা ফসল তোলার কাজে যুক্ত হয়। কৃষকদের তথ্য মতে, ক্ষেত থেকে যারা ফসল তুলে আনেন তাদেরকে ৪ ভাগের ১ ভাগ দিতে হয়। পানি সেচ, সার, ঔষধ, পরিচর্যা বাবদ অনেক টাকাই ব্যয় হয় সংশ্লিষ্ট কৃষকের।

উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের কৃষক কাজী আনিছুর রহমান জানান, গত কয়েক বছরের চেয়ে এবার সবজির ফলন ভালো হবে। অন্যান্য বছরের তুলনায় এবার চাষ দ্বিগুন হয়েছে। কৃষকরা কৃষি অফিসের পরামর্শ নিয়ে সবজি ফসলের চাষাবাদ করছে। বিগত বছর গুলোতে ভালো ফলন ও কাঙ্খিত দাম পাওয়ায় এবারে অনেক কৃষক সবজি ফসলের চাষে ঝুঁকেছে। কৃষকরা ভাগ্য ফেরানোর আশায় দিন রাত পরিশ্রম করে যাচ্ছে।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলা ৭টি ইউনিয়নের ৪শত হেক্টর জমিতে সবজি ফসলের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে। গত বছর ভালো দাম পাওয়ায় এবার বেশি জমিতে সবজি ফসল আবাদ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। এই বছর সবজি ফসলের ফলন ভালো হবে বলে আশা করছি।

‘সারাদেশ’ : আরও খবর

» বেলতলী বধ্যভূমি দিনে গো-চারণ রাতে মাদকসেবীদের আড্ডা

সম্প্রতি