চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে মো. মিনহাজ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে পৌরসভার সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার প্রবাসী নাছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে মিনহাজ বাড়ি থেকে তার মায়ের পেছনে বের হয়েছিল। তার মা মনে করেছিল, সে আবার বাড়িতে ফিরে গেছে। বেশ কিছুক্ষণ পর তার মা বাড়ি ফিরে দেখে মিনহাজ নেই। এরপর খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোকজন। তারা পুকুরে পড়েছে সন্দেহে সামনের পুকুরে জাল ফেলে তল্লাশি শুরু করেও ব্যর্থ হয়। একপর্যায়ে ঘাটের পাশে শিশুটির মরদেহ ভেসে উঠে।
খেলা: ফুটবল লীগে বড় জয় আবাহনীর