নেত্রকোনার পূর্বধলায় ২০ মামলার আসামি যুবলীগ নেতা রাকিবুল হাসান বুলবুল মীরকে গ্রেপ্তার করেছে ডিবি ও থানা পুলিশ। গত বৃহস্পতিবার হোগলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুলবুল মীর এর আগে একটি ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্ত হওয়ার কিছুদিনের মধ্যেই গত ৮ ডিসেম্বর সকালে হোগলা উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়কে মানিক বণিক নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করে তার দুই পা ভেঙে গুরুতর জখম করেন বুলবুল মীর ও তার সহযোগীরা। এই ঘটনায় আহত মানিক বণিকের মা মায়া রানী বণিক বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা (মামলা নং-৩) দায়ের করেন। ওই মামলার ভিত্তিতেই বৃহস্পতিবার ভোরে হোগলা বাজার থেকে বুলবুল মীরকে গ্রেপ্তার করা হয়।
গুরুতর আহত মানিক বণিক বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন।
এলাকাবাসীর অভিযোগ, যুবলীগের সহ-সভাপতির রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বুলবুল মীর দীর্ঘদিন ধরে হোগলা ইউনিয়নজুড়ে একচ্ছত্র দাপট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি মাদক, চাঁদাবাজি, জমি দখল, ডাকাতিসহ বহু ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন।
তার প্রভাবশালী অবস্থানের কারণে এলাকার সাধারণ মানুষ ভয়ে তার বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পেতেন না। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দিদারুল ইসলাম বলেন,পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দিদারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। বুলবুল মীরকে পূর্বধলা থানার নং-৩ মামলায় গ্রেপ্তার করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পূর্বধলা থানায় দায়ের করা তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও ডাকাতি সহ ২০টি মামলা বিচারিক আদালতে রয়েছে।
খেলা: ফুটবল লীগে বড় জয় আবাহনীর