image

ওসমান হাদির ওপর হামলার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ওসমান হাদির হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দেশত্যাগ রোধের লক্ষ্যে যশোরের বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও তল্লাশির কার্যক্রম জোরদার করেছে বিজিবি। পাশাপাশি লালমনিরহাট ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন জানায়, মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০.২৭৪ কিলোমিটার এলাকাজুড়ে কড়া তল্লাশি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেগুলো সিলগালা করা হয়েছে।

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করা হয়। চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলের পেছনে বসা একজন হামলাকারী তাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে, যা হাদির মাথায় লাগে।

হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে খুলি খুলে রেখে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন এবং চিকিৎসকরা তাঁর জীবন সংকটাপন্ন বলে জানিয়েছেন।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “হামলাকারীরা যাতে সীমান্ত পার হয়ে ভারতে পালাতে না পারে, তাই বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি সীমান্ত পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।”

বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া এবং পাঁচপিসতলা এলাকায় বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সকাল থেকেই এই সব স্থানে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বলেন, “সীমান্তে যে কোনো অনুপ্রবেশ বা অপরাধমূলক কার্যক্রম রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। সব স্থানে সিলগালা ও অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নজরদারি ও তল্লাশি চলবে।”

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও শুক্রবার রাত থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরাইলে বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। তিনি বলেন, “সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, আখাউড়া, বিজয়নগর ও হবিগঞ্জের কিছু সীমান্ত এলাকায় টহল কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে। অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে পারবে না।”

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তের স্পর্শকাতর স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ রোধে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।

তিনি স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন এবং জানান, গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি