যশোরে বাবার সামনে ছুরি মেরে রিকশাচালককে খুন

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, যশোর

পূর্বশত্রুতার জেরে যশোর সদর উপজেলায় ছুরি মেরে এক রিকশাচালককে হত্যা করা হয়েছে। উপজেলার পাগলাদহ মালো পাড়ায় শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান। নিহত শহিদ (৪০) ওই গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে।

মোহাম্মদ বশির বলেন, শহিদ রিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একই এলাকার পিয়াস, ইমরান, আলিফ, রিয়াজসহ আরও কয়েকজন পূর্বশত্রুতার জের ধরে তার পথরোধ করে। এ সময় তাদের মধ্যে তর্কাতর্কি হয়। ‘একপর্যায়ে পিয়াস আমার ছেলেকে ছুরিকাঘাত করে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই রোগী মারা গেছে। তার বুকে ও পেটের একপাশে ছুরির দাগ রয়েছে। ‘ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’ নিহতের বোন শাহিদা খাতুন জানান, তার ভাইয়ের কাছে হামলাকারীরা ২০০ টাকা পাবে। হয়তো এ নিয়ে বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, শহিদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। খুনের সঙ্গে জড়িতরাও মাদকাসক্ত। তাদেরকে আটকের জন্য অভিযান চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় লেদ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

সম্প্রতি