image

হাদির ওপর হামলা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য ‘বিপজ্জনক’: সুজন

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই দিনের আলোয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপরে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার,(১৩ ডিসেম্বর ২০২৫) এক বিবৃতিতে এই ক্ষোভের কথা জানিয়েছেন সুজনের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান ও প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করি, এ ধরনের বর্বরোচিত হামলা দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বিপজ্জনক। আমরা শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করছি, তার পরিবার ও সহকর্মীদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং অবিলম্বে শরিফ ওসমান হাদীর সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।’

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করে ‘যথাযথ শাস্তি’ নিশ্চিত করা এবং আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য সব প্রার্থী, দলীয় কর্মী ও সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সুজন।

বিবৃতিতে সুজন বলছে , ‘সম্ভাব্য আক্রমণের হুমকি থাকা সত্ত্বেও শরিফ ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিত করতে না পারা দেশের সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তাই ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, কেউ যাতে নির্বাচনের যাত্রা বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সরকার ও নির্বাচন কমিশনকে তৎপর হতে হবে।’

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় লেদ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

» যশোরে বাবার সামনে ছুরি মেরে রিকশাচালককে খুন

সম্প্রতি