যশোরের পাগলাদহ গ্রামে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শহিদ (৪০) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার,(১৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে এ খুনের ঘটনা ঘটে। নিহত শহিদ সদর উপজেলার নওয়াপাড়ার ইউনিয়নের পাগলাদাহ গ্রামের বসির উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ গ্রামের শহিদের বাড়ির সামনে রহমানের দোকানের মোড়ে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যুবকরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শহিদের বাবা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা