ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গতকাল শনিবার বিকেলে চৌমুহনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী পৌরসভা বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস,সদস্য সচিব মাহফুজুল হক আবেদ,যুগ্ন আহবায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ মহসিন, যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ ও ইসমাইল হোসেন দুলালস বেগমগঞ্জ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল চৌমুহনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।