কুষ্টিয়ায় সীমান্তে বিজিবির কড়া পাহারা

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে যশোর রিজিয়ন থেকে কুষ্টিয়া সেক্টর পর্যন্ত সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য হামলাকারীরা যেন সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে,সে লক্ষ্যে চুয়াডাঙ্গা,কুস্টিয়া ও মেহেরপুর জেলার সব সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই আমাদের আওতাধীন চুয়াডাঙ্গা-মেহেরপুর সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নিবিড় তল্লাশি চলছে।

তিনি আরও জানান, গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দিন-রাত চেকপোস্ট কার্যক্রম চালু রয়েছে, যাতে কোনোভাবেই হামলার সঙ্গে জড়িত কেউ দেশের বাইরে পালাতে না পারে। একই সঙ্গে অবৈধভাবে কোনো অপরাধী চক্র বা সন্দেহজনক ব্যক্তি যাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি, যানবাহন বা অস্বাভাবিক তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় অপ্রয়োজনে চলাচল না করা এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» যশোরে বিধবা বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় ভাই খুন, দু’জন আটক

সম্প্রতি