বাগেরহাটের মোংলায় ইজিবাইকের ধাক্কায় একজন ব্যবসায়ী ও রামপালে তাপ-বিদ্যুৎ কেন্দ্রের একজন শ্রমিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে ও বিকেলে পৃথকভাবে এ ঘটনা ঘটে। বাগেরহাট পুলিশ অফিস জানায়, গতকাল শনিবার বিকাল ৫টার দিকে মোংলা পৌরসভার কবরস্থান রোডের মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সামনে ইজিবাইকের ধাক্কায় মোকছেদুর রহমান হারুন (৪৭) নামের একজন ব্যবসায়ী নিহত হন। নিহত হারুন মোংলা পৌর বিএনপির সাধারন সম্পাদক মাহবুবুর রহমানের ছোট ভাই।
এ ঘটনায় ইজিবাইকসহ চালককে আটক করেছে পুলিশ। মোংলা থানার (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমি সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করি। এছাড়া ইজিবাইক ও চালক জাহাঙ্গীর মোড়লকেও আটক করা হয়েছে। অপরদিকে, গতকাল শনিবার সকালে বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের রামপাল রনসেন এলাকায় পরিবহন বাসের ধাক্কায় সালমান (২৮) নামের রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্রের একজন শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক সালমান খুলনা জেলার ফুলতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা, জানায় রণসেন ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় দ্রুতগতির কমপোর্ট পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে স্ব-জোরে ধাক্কা দেয়। এতে সালমান সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামপাল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।