চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ৯টায় রেহাইচরে সড়ক ও জনপথ বিভাগের প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠর শাহাদাতবরণস্থলে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ, পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ কমান্ড ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন বীরশ্রেষ্ঠর স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীসহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে। শেষে তাঁর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। এদিকে, ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের সমাধিস্থলে কোরআনখানি, কবর জিয়ারত, আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামের মৌলভী আব্দুল মোতালেব হাওলাদারের মেধাবী সন্তান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ৭১’সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে পাকিস্তানি সামরিক বাহিনী ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পাহাড়ি এলাকা পেরিয়ে ভারতের মালদহ জেলার মহদিপুরে অবস্থিত মুক্তিবাহিনীতে যোগ দিয়ে ৭ নং সেক্টরের অধীন সাব-সেক্টরের হিসেবে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন। এদিকে, তাঁর সম্মান ও স্মৃতি রক্ষার্থে শাহাদাতস্থল রেহাইচরে স্মৃতিফলক স্থাপন, ২টি কলেজ, ক্লাব ও মহানন্দা নদীর উপর নির্মিত সেতুর নামকরণ করা হয়। ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর উষালগ্নে মহানন্দা নদীর পাদদেশ রেহাইচরে মহান মুক্তিযুদ্ধের অন্যতম লড়াকু বাংলার শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। পরে তার মরদেহ শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গনে সমাহিত করা হয়।