image
তাড়াইল (কিশোরগঞ্জ) : সেনাবাহিনীর কম্বল বিতরণ -সংবাদ

করিমগঞ্জে সেনাবাহিনী’র কম্বল বিতরণ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, তাড়াইল (কিশোরগঞ্জ)

গতকাল শনিবার করিমগঞ্জ সেনা ক্যাম্পের সহযোগিতায় তাড়াইল এবং করিমগন্জের ৩ টি এতিম খানায় অসহায়দের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল এবং এতিমখানা সমূহে সিলিং ফ্যান বিতরন করেন।

করিমগঞ্জ সেনা ক্যাম্পের দ্বায়িত্বে থাকা ক্যাপটেন আবরার নেতৃত্বে সঙ্গীয় সেনাবাহিনীর সংশ্লিষ্টদের নিয়ে তাড়াইলের সাচাইল, ইছাপশর এবং করিমগন্জের একটি সহ মোট ৩টি এতিমখানায় এ সহযোগিতা প্রদান করেন। এ সময় স্হানীয় এতিমখানার শিক্ষক, সাংবাদিক রবীন্দ্র সরকার, সাংবাদিক মো. সাদেকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

» যশোরে বিধবা বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় ভাই খুন, দু’জন আটক

সম্প্রতি