বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মরহুম রুহুল আমিন গাজী ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদপুরে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দুস্থ অসহায় লোকদের মাঝে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা। তিনি বলেন, সাংবাদিক রহুল আমিন গাজী এই নাম সারাদেশে পরিচিত। তিনি আমাদের চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন। তিনি সাংবাদিকদের জন্য অনুকরণীয় এবং শ্রদ্ধাশীল ব্যাক্তি ছিলেন। তার পরিবারের লোকজনও চাঁদপুরবাসীকে ভুলেননি। যার প্রমাণ হচ্ছে অসহায় মানুষদের জন্য উপহার হিসেবে শীতবস্ত্র নিয়ে আসা। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন মরহুম সাংবাদিক রুহুল আমিন গাজীর স্ত্রী লুৎফুন নাহার এবং একমাত্র ছেলে আফফান আবরার আমিন।
আফফান বক্তব্যে বলেন, তার বাবা সব সময়ই চাঁদপুরবাসীকে নিয়ে ভাবতেন। মৃত্যুর আগ পর্যন্ত চাঁদপুরের লোকজনের সাথে যোগাযোগ ও সম্পর্ক রেখেছেন। আমিও বাবার ধারাবাহিকতায় সে সম্পর্ক সুদৃঢ় রাখার চেষ্টা করছি। বাবার জন্য আপনাদের দোয়া কামনা করছি।
বিতরণ পূর্বে মরহুম এই সাংবাদিকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুনির চৌধুরী। সাংবাদিক সোহেল রুশদী, এম এ লতিফ, আল ইমরান শোভন, রিয়াদ ফেরদৌস, একে আজাদ, তালহা জুবায়ের, ইব্রাহীম রণি, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সেলিম রেজা, খোকন কর্মকার, মাইনুল ইসলাম সহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।