image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সৈয়দপুরে দোকান থেকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ১

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুর শহরের ঝুমকা ফ্যাশন অ্যান্ড স্পোর্টস কর্নারে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার ও একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয় গোপন সংবাদের ভিত্তিতে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র সৈয়দপুর প্লাজার ২য় তলায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় ওই দোকান থেকে উদ্ধার করা হয় ১২ বোতল বিদেশি মদ। একই সঙ্গে দোকান মালিক মোহাম্মদ আলীকে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, বেশ কিছুদিন ধরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তারা ওই দোকানটি পর্যবেক্ষণে রাখেন। পরে নিশ্চিত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মদ উদ্ধার করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» যশোরে বিধবা বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় ভাই খুন, দু’জন আটক

সম্প্রতি