রংপুরের পীরগঞ্জ মিশুক ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার, (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলার বড় আলমপুরের মোক্তাগাড়ি নির্জন পাথার থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি মুহুর্তেই ছড়িয়ে পড়লে শতশত লোক লাশ দেখতে ভীড় করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, রোববার সকালে উপজেলার বড়আলমপুর ইউনিয়নের মোক্তাগাড়ির নির্জন পাথারের পরিত্যক্ত রাস্তার পাশে ফাঁকা জমিতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি উপজেলার চতরা ইউপি’র গোবিন্দপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে নুরুল ইসলাম (৫৫)। লাশ উদ্ধারের সময় তার গলায় মাফলার পেচানো ছিল। তিনি দিনে কৃষি কাজ ও রাতে খন্ডকালীন সময় মিশুক ভ্যান চালাতেন। এখন পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, মৃত্যু ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। ধারনা করা হচ্ছে মিশুক গাড়ী ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে গলায় মাফলার পেচিয়ে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তে লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।