নওগাঁর পোরশায় বিষপান করে শ্রী তারনী নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউপির তাঁতইড় গুচ্ছগ্রামের শ্রী মনুর স্ত্রী। জানা গেছে, শনিবার রাতে সকলের অজান্তে বাড়িতে রাখা একটি বোতলের কীটনাশক পান করেন তিনি। অসুস্থ্য হয়ে পড়লে প্রতিবেশীদের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করালে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেলে পাঠালে রাস্তায় তিনি মারা যান।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আমি আইনি ব্যবস্থা নিচ্ছি।