image

শহীদ বুদ্ধিজীবী দিবসে মুন্সীগঞ্জে গভীর শ্রদ্ধা

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ও রোববার,(১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় শহরের সরকারি হরগঙ্গা কলেজের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বধ্যভূমি প্রাঙ্গণ হয়ে ওঠে শ্রদ্ধা ও শোকের মিলনস্থল। প্রথমেই জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ প্রশাসন, মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, স্বাস্থ্য বিভাগ, মুন্সীগঞ্জ পৌরসভা, সরকারি হরগঙ্গা কলেজ, সরকারি মহিলা কলেজ, সদর উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, ইয়ারজউদ্দিন কলেজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধাভরে স্মরণ করে জেলা ব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» যশোরে বিধবা বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় ভাই খুন, দু’জন আটক

সম্প্রতি