সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অসহায় একটি পরিবারকে স্বাবলম্বী করতে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছে হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট। গতকাল শনিবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের তবাড়ি পাড়া এলাকায় এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা রফিকুল ইসলামের পরিবারের হাতে একটি সেলাই মেশিন, দুটি ছাগল, চারটি হাঁস ও চারটি মুরগি তুলে দেওয়া হয়। উপকরণগুলো প্রদান করেন প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠন-এর প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি। এর আগে একই সংগঠনের পক্ষ থেকে রফিকুল ইসলামকে একটি হুইলচেয়ার দেওয়া হয়েছিল। রফিকুল ইসলাম চান্দাইকোনা ইউনিয়নের তবাড়ি পাড়া এলাকার বাসিন্দা। প্রায় ছয় মাস আগে সড়ক দুর্ঘটনায় তিনি তার দুই পা হারান। এরপর থেকে স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে চরম অর্থকষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল পরিবারটি। পরিবারের এই মানবিক সংকটের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা নজরে আসে সংশ্লিষ্ট মানবিক সংগঠনের। পরে হাউজ অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। সহায়তা পেয়ে রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, পাওয়া উপকরণগুলো আয়মুখী কর্মকা-ে সহায়ক হবে এবং পরিবারটিকে ধীরে ধীরে স্বাবলম্বী হতে সাহায্য করবে।