সারা দেশের ন্যায় ১৪ই ডিসেম্বর ২০২৫ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রোববার,(১৪ ডিসেম্বর ২০২৫) যথাযোগ্য মর্যাদায় দুই উপজেলায় প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসের প্রারম্ভে মধুপুর আদর্শ মাদ্রাসা সংলগ্ন বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, যথাযথ মর্যাদায় ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান।
পরে পর্যায়ক্রমে সর্বস্তরের পেশাজীবী লোকজন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন যারা দেশের তরে জীবন দিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করে গেছে তাদেরকে আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করাসহ তাদের আদর্শ দেশে বাস্তবায়ন করতে হবে। মুক্তিযোদ্ধাদের স্মরণ রেখে দেশকে এগিয়ে নেয়ার জন্য নিজেদের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। এছাড়াও তারা বলেন জ্ঞানচর্চায় মনোনিবেশ ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তাই আমাদের জ্ঞানচর্চায় মনোনিবেশ করতে হবে।