কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগন প্রকল্পের আওতায় ৩০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কনক চন্দ্ররায়ের সভাপতিত্বে ৩০টি কৃষক পরিবারের মাঝে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য সার, বীজ ও গাছ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজু আহমেদ সহ কৃষি অফিসের অন্যান্য সহকর্মীরা উপস্থিত ছিলেন।
অফিস সূত্রে জানা গেছে, পারিবারিক পুষ্টি বাগানের সদস্যদের পুষ্টিরমান বজায় রাখতে, ফরমালিন মুক্ত ফল ও সবজির উৎপাদন শীলতা বৃদ্ধি এবং ফরমালিন মুক্ত কৃষিকাজে উৎসাহ প্রদান করতেই তাদের এই কার্যক্রম বলে জানা গেছে।
এ সময় উপজেলার ৩০টি পারিবারিক পুষ্টিবাগানের সদস্যদেও মাঝে জনপ্রতি জাম্বুরা গাছ ১টি, লেব ুগাছ ২টি, মাল্টা গাছ ১টি, আম গাছ ১টি ও পেয়ারা গাছ ১টি, নেট ১পিচ, ঝাঝাড়ি ১টি, ১প্যাকেট সবজি বীজ (৩ মৌসুমের জন্য মোট ২২ প্রকার শাক-সবজি বীজ, দেড় শতক জমির জন্য), ৫ কেজি ইউরিয়া সার, ৫ কেজি টিএসসি সার, ৫ কেজি জিপসাম ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
অর্থ-বাণিজ্য: মোবাইল আমদানিতেও কর ‘ছাড় দিতে রাজি’ এনবিআর
অপরাধ ও দুর্নীতি: জয়পুরহাটে নভেম্বর মাসে ১,৪৩৩ অভিযানে ১১ লাখ টাকার পণ্য জব্দ
অর্থ-বাণিজ্য: ফের পতন শেয়ারবাজারে, কমেছে লেনদেনও