শরীয়তপুরের নড়িয়া উপজেলায় বিএনপির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত শনিবার রাতে নড়িয়া বাংলাবাজার এলাকায় অনুষ্ঠিত বিএনপির এক নির্বাচনী প্রচারণায় নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর এমন কিছু মন্তব্য করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
প্রচারণাকালে নিজের ফেসবুক আইডি থেকে প্রায় ১৩ মিনিটের একটি লাইভ ভিডিওতে তিনি বলেন, আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকেন। কিন্তু আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারদের ভোট দেবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। বক্তব্যটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। সমালোচনা বাড়তে থাকলে তিনি ওই লাইভ ভিডিওটি নিজের আইডি থেকে সরিয়ে নেন। তবে এর মধ্যেই ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি দাদন মুন্সি বলেন, এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং এতে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি তাদের নজরে আনুষ্ঠানিকভাবে আসেনি উল্লেখ করে তিনি জানান, ঘটনা সত্য হলে দলীয়ভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে নড়িয়া পূর্ব শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির কাজী আবুল বাসার জানান, বিতর্কিত ভিডিওটি তাদের নজরে এসেছে এবং তারা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বলেন, জনগণই এর উপযুক্ত জবাব দেবে এবং বিষয়টি তারা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।
এ বিষয়ে মতিউর রহমান সাগরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
শরীয়তপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, ভিডিওটি তাদের হাতে এসেছে এবং এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইলেক্টোরাল কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।
অর্থ-বাণিজ্য: মোবাইল আমদানিতেও কর ‘ছাড় দিতে রাজি’ এনবিআর
অপরাধ ও দুর্নীতি: জয়পুরহাটে নভেম্বর মাসে ১,৪৩৩ অভিযানে ১১ লাখ টাকার পণ্য জব্দ
অর্থ-বাণিজ্য: ফের পতন শেয়ারবাজারে, কমেছে লেনদেনও