image

জগন্নাথপুরে এমপি প্রার্থীদের প্রচার সামগ্রী অপসারণ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ-৩ আসনে সম্ভাব্য ও দলীয়ভাবে মনোনীত এমপি প্রার্থীদের প্রচারণায় জগন্নাথপুর পৌর শহরে পূর্বে সাটানো বিলবোর্ড, পোস্টার, পেস্টুনসহ সব ধরণের প্রচার সামাগ্রী অপসারণ করা হয়েছে। এর আগে এসব প্রচার সামগ্রী প্রার্থীদের নিজ খরচে সরাতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।

গতকাল রোববার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিনের নেতৃত্বে নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫ প্রতিপালন নিশ্চিতকল্পে উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী সামগ্রী অপসারণের অগ্রগতি পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, উপজেলার অধিকাংশ বিল বোর্ড, ব্যানার ও পোস্টার ইতোমধ্যেই অপসারণ করা হয়েছে। কয়েকটি স্থানে এখনও বিদ্যমান বিলবোর্ড ও ব্যানার অপসারণ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি