image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে নেত্রকোনায় কর্মশালা

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, নেত্রকোনা

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে নেত্রকোণায় স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে ১৫ ডিসেম্বর সোমবার, (১৫ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় স্থানীয় সরকার উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এ সময় প্রধান অতিথি বক্তেব্যে তিনি বলেন, গ্রাম আদালতের মাধ্যমে মাত্র ১০/২০ টাকা খরচে দেওয়ানী ও ফৌজদারী বিরোধ নিস্পতির সুযোগ রয়েছে, তা অনেকেই জানে না, এর প্রচার জনগনের দোরগোড়ায় পৌছে দিতে পারলে জনগন আর্থিক লাভবান সহ দ্রুত ন্যায় বিচার পাবে। তাই গ্রাম আদালত সম্পর্কে প্রচার প্রচারনা জরুরী।

স্থানীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারী সংস্থা, যুব সংগঠনসমূহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডায়ার সাথে যোগাযোগ ও সমন্বয় স্থাপন করা এবং তাদের নিয়মিত কার্যক্রমের সাথে গ্রাম আদালত বিষয়টি সম্পৃক্ত করতে উৎসাহ প্রদান, অংশীজনদের সাথে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরী করার মাধ্যমে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা কার্যক্রম বাস্তবায়নের ফলে প্রান্তিক জনগোষ্ঠীর (বিশেষত নারী, আদিবাসি, প্রতিবন্ধী ও অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠী) মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরী করাই মূলত এই সমন্বয় সভার উদ্দেশ্য। যাতে প্রতিটি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত কার্যক্রমকে সক্রিয় রাখা সম্ভব হয়। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারী সংস্থা, যুব সংগঠনসমূহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডায়া সহ মোট ৫১ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি