যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার দেবীদ্বারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও’র সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক রাকিবুল ইসলাম বলেন, আজকের দিনে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের ইতিহাস ধারণ করে দেশকে শোষণ ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ছিল জাতির জন্য শোক ও বেদনার দিন। মুক্তিযুদ্ধের বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহায়তায় পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। এর উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য ও নেতৃত্বশূন্য করে একটি নবজাত রাষ্ট্রকে ঘুরে দাঁড়াতে না দেওয়া।
তিনি আরও বলেন, প্রজন্ম থেকে প্রজন্মকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্তের অংশ হিসেবেই এই নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং একাডেমি সুপারভাইজার মো. মাঈনুদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদাত হোসেন, ছাত্রশক্তির জেলা নেতা কাজী নাসির মিয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. সিয়াম আহাম্মেদ প্রমুখ।
অর্থ-বাণিজ্য: মোবাইল আমদানিতেও কর ‘ছাড় দিতে রাজি’ এনবিআর
অপরাধ ও দুর্নীতি: জয়পুরহাটে নভেম্বর মাসে ১,৪৩৩ অভিযানে ১১ লাখ টাকার পণ্য জব্দ
অর্থ-বাণিজ্য: ফের পতন শেয়ারবাজারে, কমেছে লেনদেনও