image
দশমিনা (পটুয়াখালী)ঃ উপজেলার হাট-বাজারগুলোতে নদী ও সামুদ্রিক মাছের সমারোহ -সংবাদ

দশমিনায় হাট-বাজারে নদীর ও সামুদ্রিক মাছের সমারোহ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদী এবং নদী সংলগ্ন বঙ্গোপসাগরে মোহনায় জেলেদের জালে বিভিন্ন প্রজাতির স্বাদের রামছোড়, রিটা ও পোয়া ও সামুদ্রিদ বগনী মাছ ধরা পড়ছে। উপজেলার ৭টি ইউনিয়নের হাট-বাজারগুলোতে নদীর স্বাদের মাছের সমারোহ বিরাজ করছে। অবরোধ থাকার এবং জেলেরা মাছ না ধরায় দেশী প্রজাতির বিভিন্ন মাছের বংশ বিস্তার ঘটেছে। অবাধে মৎস্য শিকার করার কারনে স্বাদের মাছগুলো ধীরে ধীরে বিলুপ্ত হতে চল ছিল। উপজেলার প্রধান ২টি নদী তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে নির্বিঘ্নে ছোট-বড় মাছ ধরার কারনে দেশী প্রজাতির নদীর মাছ কমে যাচ্ছে। নদীর মাছ হিসাবে রামছোড়,রিটা ও পোয়া মাছ জেলেদের জালে ধরা পড়ছে।

উপজেলার মাছের ক্ষেত্র হিসাবে পরিচিত তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদী এবং নদী সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এখন বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। নদীর টেংরা, রামছোড়, রিটা মাছ এবং সমুদ্রের পোয়া,বগনী মাছ জেলেদের জালে আটকা পড়ছে। মাছের প্রজনন মৌসুম ও পোনা মাছের বৃদ্ধিকালীন সময় ছোট-বড় মাছ না ধরার কারনে নদীর স্বাদের এই মাছগুলো ধরা পড়ছে। জেলেরা তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর দেশী মাছ শিকার করতে পেরে দারুন খুশি।

নদীতে জেলেরা জাল ফেলে মাছ শিকার করতে গিয়ে দিনরাত পরিশ্রম করার পরও মিশ্র মাছ নিয়ে তীরে ফিরে আসছে। মিশ্র মাছের মধ্যেই অনেক সময় কয়েকটি স্বাদের বগনী মাছ পাওয়া যায়।

উপজেলার ৭টি ইউনিয়নের হাট-বাজারগুলোতে নদী ও সমুদ্রের বিভিন্ন প্রজাতির স্বাদের মাছের সরবরাহ বেড়ে গেছে। তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে অবরোধ ধাকার কারনে দেশী প্রজাতির নদীর টেংরা, রিটা, রামছোড়, ভাটা ও সামুদ্রিক পোয়া,বগনীসহ অন্যান্য মাছ ধরা পড়ছে।

উপজেলার মাছের ক্ষেত্র হিসাবে পরিচিত তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদী এবং নদী সংলগ্ন মোহনায় এখন মাছ পাওয়া যাচ্ছে। জেলেরা নদীও সামুদ্রিক স্বাদের মাছ শিকার করতে পেরে বেশ খুশি।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি