হামজালার পড়ালেখার স্বপ্ন ঘোড়ার লাগামে বন্দী

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

জীবন যেন লাগামহীন এক ঘোড়া, দৌঁড়ে চলে থেমে না থাকা পথের পানে, কখনো ঝড়, কখনো রৌদ্র, তবু ধরে রাখতে হয় নিজের দৃঢ়তার সাথে পরিবারের হাল। যেই কথা সেই কাজ

ঘোড়ার লাগামেই সীমাবদ্ধ জীবনের গল্প। এই বয়সেই বাবার সাথে পরিবারের হাল ধরতে গিয়ে পড়ালেখার স্বপ্ন এখন ঘোড়ার লাগামে বন্দী। বলছিলাম এগারো বছরের শিশু হামজালার কথা। লেখাপড়া করে পুলিশ হাওর স্বপ্ন দেখলেও দারিদ্রতার জালে বন্দী যেন তার সেই স্বপ্ন। গতকাল রোববার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের সীমান্ত ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পর্যটন স্পষ্ট বারিক্কার টিলা (বারেক টিলায়) ঘুরতে গিয়ে কথা হয় শিশু হামজালার সাথে। ওই টিলার উপর আদিবাসী বসতি ছোট্ট গ্রাম মাহারাম টিলায় গ্রামের এক অতিদরিদ্র পরিবারে হামজালার জন্ম। পিতা সিরাজুল ইসলাম একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভার ও মা আয়েশা বেগম গৃহীনি। ২ ভাই ৫ বোনের মধ্যে হামজালা তৃতীয়। স্থানীয় একটি মাদ্রাসায় হিপ্স (প্রথম শ্রেনী) পর্যন্ত পড়ালেখার সুযোগ হয়েছে তার। এর পর আর ওই এগারো বছরের শিশু হামজালা শিক্ষার আলো দেখার সুযোগ হয়নি। জীবন কাটছে কঠিন সংগ্রামে। বারেক টিলায় ঘুরতে আসা পর্যটক নিয়ে ঘোড়ার লাগাম ধরে টানতে টানতে পাড় করছে স্বপ্নের শিশু বয়সের জীবন। কোন স্কুলে ভর্তির সুযোগ হয়নি। তার বড় ভাই হারুন (১৫) বেকার। লেখাপড়ার সুযোগ তারও হয়নি। এছাড়া পৈতৃক সূত্রে কিছু পায়নি হামজালার পিতা। গত একবছর ধরে টিলার উপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ঘোড়ার পিঠে ছড়িয়ে পর্যন্ত স্পষ্ট বারিক্কার টিলার সৌন্দর্য দেখায় হামজালা। হামজালা জানায়, একটি এনজিও সংস্থা থেকে তার মা-বাবা ৫০ হাজার টাকা নিয়ে এই ঘোড়াটি কিনে দেন। তার ঘোড়ার নাম রাখা হয় রাজ। পর্যটন মৌসুমে এউ রাজের পিঠে পর্যটকদেও ছড়িয়ে প্রতিদিন হাজার ১২শ টাকা রোজগার করতে পারল এই সিজনটা খুব মান্দা। বর্তমানে টিলার উপরে পর্যটক না আসায় সে প্রতিদিন ইনকাম করতে পারছে দুই থেকে তিনশত টাকা।

একজন পর্যটককে ঘোড়ার পিঠে ছড়িয়ে টিলার সৌন্দর্য্য দেখালে কেউ ২০ টাকা কেউ ৫০ টাকা আবার কেউ খুশি হয়ে ১০০ টাকা দেয় হামজালার ঘোড়া রাজকে। এ সময় টিলার উপর কথা হয় হাম জ্বালার মত ঘোড়া লাগাম ধরে দাড়িয়ে থাকা শিশু আশ্রাফুল ইসলাম (১২) ও আব্দুল্লাহ (১০) এর সাথে। তাদের জীবনের একই নিয়মিত কষে দিয়েছে বিধাতা। দারিদ্রতাই আপেক্ষিক এক নিয়ম তাদের স্বপ্নকে ঘোড়ার লাগামেই বন্দী করে দিয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি