হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি কৃষি জমি থেকে জিতু মিয়া (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিতু মিয়া উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের মৃত মৌরশ মিয়ার ছেলে এবং জনতার বাজারের পরিচিত সবজি ব্যবসায়ী ছিলেন।
গতকাল রোববার দুপুরে গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার সংলগ্ন একটি কৃষি জমিতে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে নবীগঞ্জ থানার গোপলার বাজার তদন্ত কেন্দ্রকে অবহিত করেন। সংবাদ পেয়ে তদন্ত কেন্দ্রের একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার বিকেলে প্রতিদিনের মতো জিতু মিয়া জনতার বাজারে সবজি বিক্রি করছিলেন। সন্ধ্যার দিকে তিনি তার ছেলেকে দোকানে বসিয়ে প্রয়োজনীয় কাজে বাইরে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।