সিরাজদিখানে জামায়াতের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জ-১আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, সবারই জ্ঞান বুদ্ধি আছে। আল্লাহ তাকে জামায়াতে ইসলামীর নেতা কর্মী স্মরণশক্তি ফিরিয়ে দিয়েছেন। যে দল বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী, তাকে কি জনগণ কখনো পছন্দ করবে যে দল আমার মা বোনের ইজ্জত লুটেছে লক্ষী বাহিনী, আল শামস বাহিনী সে দল কখনো বাংলাদেশের নিবেদিত প্রাণ হতে পারে না। সে দল কখনো জনগণের প্রতিনিধি হতে পারে না। যে দল এভাবে দেশকে লুণ্ঠন করেছে, তা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। তাই যে তারা এতদিন পরে বুঝতে পেরেছে এটাই সঠিক দল, যে দল বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের দল। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক ছিলেন না, যুদ্ধ করে তিনি দেশকে পাক হানাদার বাহিনী থেকে মুক্ত করেছেন। গতকাল রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোকদারপাড়া গ্রামের ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে জামায়াতে ইসলামীর সিরাজদীখান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেনের নেতৃত্বে প্রায় শতাধিক নেতা, কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। নবযোগদানকারী নেতাকর্মীদের ধান শীষ দিয়ে বরণ করেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মোতাহার হোসেন ও মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লা, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব সরকার, ইছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, উপজেলা

যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি