ওসমান হাদি’র ওপর হামলাকারীরা ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে বলে বিভিন্ন মিডিয়া ও যোগাযোগ মাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে এটি নিশ্চিত নয় বলে জানিয়েছে বিজিবি। গতকাল সোমবার ময়মনসিংহে বিজিবি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে। হামলাকারীদের ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পাচারে সহযোগী হিসেবে সন্দেহভাজন ফিলিপ স্নালকে গ্রেপ্তার করতে সীমান্তে বিজিবি ও ঢাকা থেকে আগত পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। তবে ফিলিপ স্নালকে গ্রেপ্তার করতে পারেনি।
গত শনিবার রাতে পুলিশ-বিজিবি যৌথ অভিযানে শেরপুরের নালিতাবাড়ি ও ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো ফিলিপ স্নালের স্ত্রী ডেলটা চিরান, শশুর ইয়ারসন রংডি মানব পাচারকারী লুইস লেংমিঞ্জা ও হালুয়াঘাটের সিবিরন দিও। সন্দেহভাজন ফিলিপ স্নালকে গ্রেফতার করতে সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার করেছে। অন্যদিকে গত রোববার রাতে নালিতাবাড়ি সীমান্তের বারোমারি এলাকা থেকে আরও বেঞ্জামিন চিরান নামে আরো এক মানব পাচারকারীকে আটক করে বিজিবি ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার সকালে বিজিবির ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের প্রেস ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।
বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আমরা এখানো নিশ্চিত করে বলতে পারছিনা যে, আক্রমনকারি যে ছিল সে ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে, কি যায়নি। এটা নিয়ে আমরা এখনো কাজ করছি। আমরা ফিলিপকে ধরার জন্যেও সর্বাত্মক শক্তি দিয়ে কাজ করছি। আমরা তৎপরতা চালাচ্ছি। কারন ফিলিপকে ধরা গেলে আমরা বেশ কিছু তথ্য বের করতে পারবো, যদি পাচার হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাহলে ফিলিপের নামটা কেন বারবার আসছে সেটা আমাদের জন্য জানাটা সহজ হবে। এখানো সংবাদমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে যে প্রশ্ন আসছে, যে কথাগুলো বলা হচ্ছে, এটা কিন্তু আমরা নিশ্চিত না। পুলিশও কিন্তু এখনো নিশ্চিত না। বিজিবি, আমরা যারা বর্ডারে কাজ করি, সারাবছর সীমান্ত পাহাড়া দিয়ে থাকি আমরাও কিন্তু এখানো নিশ্চিত হতে পারিনি। পালিয়ে গেছে অথবা পালায়নি, আমরা দুটো সম্ভাবনাকে নিয়েই কাজ করছি। যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে কে পালিয়ে যেতে সাহায্য করেছে। আর যদি না পালিয়ে থাকে তাহলে কার বাড়ীতে এসেছিল, কোথায় রাখা হয়েছিল, কোথায় আছে। এগুলো নিয়ে আমরা মাঠে এখনো কাজ করছি। আজ সকালে আমরা আরো একজনকে আটক করেছি, আমাদের ধারণা সে ফিলিপের সহযোগি হিসেবে কাজ করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তাকে নিকটবর্তী থানায় তাকে হস্তান্তর করবো।
আমরা ফয়সাল নামে যে আক্রমনকারির ছবি সীমান্তবর্তী গ্রামের মানুষের মাঝে দেখিয়ে বলছি এই চেহারার বা এরকম লোক যদি আপনাদের এলাকায় আসে সন্দেহজনকভাবে আপনারা ধরে রাখবেন, আমরা এসে তাকে জিজ্ঞাসাবাদ করবো। বিজিবির সীমান্তবর্তী এলাকায় অবস্থান নিয়ে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি।