নরসিংদীতে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার তথ্যটি নিশ্চিত করেন। আটককৃতরা হলেন, নরসিংদীর বেলাব উপজেলার আমলাব পশ্চিমপাড়া গ্রামের কাশেম মিয়ার স্ত্রী সালমা বেগম (৪০), একই গ্রামের রিমা বেগম (৩০) ও রায়পুরা উপজেলার বটিবন্দ পূর্বপাড়া গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে সামির মিয়া (৪৩)। এসময় তাদের কাছ থেকে ১২ (বার) কেজি গাঁজা ও গাঁজা বহনে ১টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে হাসনাবাদ বটতলা নামক এলাকায় অভিযান পরিচালনাকালে নরসিংদীমুখী একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে বার কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন। এ বিষয়ে রায়পুরা থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
বিজ্ঞান ও প্রযুক্তি: বাজারে গিগাবাইটের নতুন মাদারবোর্ড এক্স৮৭০ইঅ্যারো এক্স থ্রিডি উড
বিজ্ঞান ও প্রযুক্তি: ভিভো এক্স৩০০ প্রো’তে প্রফেশনাল ফটোগ্রাফি
আন্তর্জাতিক: গাজায় শুধু এক ভবনের ধ্বংসস্তূপে মিলল ৪৫ মরদেহ
অর্থ-বাণিজ্য: অর্ধেকের বেশি খেলাপি ঋণ ১৭ ব্যাংকে