পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানে স্বাধীন পাল (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক মাহি ইসলামকে মঙ্গলবার সকালে আটক করেছে। গতকাল সোমবার রাত ৮টায় মৃর্ত্তিঙ্গা চা বাগানে পাট্টার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের মৃত আবজার মিয়ার ছেলে মাহি ইসলাম (১৬) বুকের বাম পাশে ছুরিকাঘাত করলে স্বাধীন পালের বাম পাজরে আঘাত লাগে। এতে সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।
বিজ্ঞান ও প্রযুক্তি: বাজারে গিগাবাইটের নতুন মাদারবোর্ড এক্স৮৭০ইঅ্যারো এক্স থ্রিডি উড
বিজ্ঞান ও প্রযুক্তি: ভিভো এক্স৩০০ প্রো’তে প্রফেশনাল ফটোগ্রাফি
আন্তর্জাতিক: গাজায় শুধু এক ভবনের ধ্বংসস্তূপে মিলল ৪৫ মরদেহ