image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কক্সবাজার বাস টার্মিনালে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার, (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ লাইনস লাগোয়া একটি বাস কাউন্টারের পার্কিংয়ে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ‘দোয়েল এক্সপ্রেস’ নামের একটি পরিবহন প্রতিষ্ঠানের বাসে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে পরে নিশ্চিত হওয়া যাবে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বাসটির সামনের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাসে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই নিরাপদ দূরত্বে সরে যান। প্রত্যক্ষদর্শীরা আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বলতে না পারলেও কেউ কেউ ধারণা করছেন, সিগারেটের আগুন থেকে দুর্ঘটনাটি ঘটতে পারে।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি ছমি উদ্দিন বলেন, বাসচালকের সঙ্গে কথা বলা হয়েছে। ঘটনার সময় বাসের হেলপার ভেতরে সাউন্ডবক্সে গান শুনছিলেন। কোনো দুর্ঘটনাবশত আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

‘সারাদেশ’ : আরও খবর

» আগামী নির্বাচন শুধু ক্ষমতার পালা বদল নয়, বাংলাদেশের আগামী ১শ বছরের রূপরেখা -চট্টগ্রাম জেলা প্রশাসক

সম্প্রতি