চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ক্ষমতার পালা বদল নয়, একটি চেয়ারের পরিবর্তন নয়। এটি হচ্ছে বাংলাদেশের আগামী ১শ বছরের রূপরেখা। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। তিনি গতকাল সোমবার বিকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে রাউজান সরকারি কলেজ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আরো বলেন, দেশের মানুষ বহু ত্যাগের মধ্যদিয়ে ভোটাধিকার অর্জন করেছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক সময়ের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় গণতন্ত্র কখনো সহজে আসে না। মানুষ আর রক্তপাত দেখতে চায় না তারা শান্তিতে বসবাস করতে চায়, একটি নিরাপদ রাষ্ট্র চায়।
সভায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন। স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাপিক) শেখ সেলিম, সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা, রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি: বাজারে গিগাবাইটের নতুন মাদারবোর্ড এক্স৮৭০ইঅ্যারো এক্স থ্রিডি উড
বিজ্ঞান ও প্রযুক্তি: ভিভো এক্স৩০০ প্রো’তে প্রফেশনাল ফটোগ্রাফি
আন্তর্জাতিক: গাজায় শুধু এক ভবনের ধ্বংসস্তূপে মিলল ৪৫ মরদেহ