image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ডিমলায় মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, ডিমলা (নীলফামারী)

নীফামারীর ডিমলায় মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে একটি নিরীহ পরিবারকে পরিকল্পিতভাবে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার গতকাল সোমবার ডিমলা উপজেলার খগার হাট এলাকায় এক জরুরি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।

সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামের নাজমা নামের এক নারী ডিমলা থানায় একটি মারপিটের মামলা দায়ের করেন। ওই মামলায় (মামলা নং-১০, তারিখ: ১৪/১২/২৫ ইং) কোনো ধরনের তদন্ত বা ঘটনার সত্যতা যাচাই ছাড়াই সম্পূর্ণ নির্দোষ আল আমিন, তার বাবা মুকিল ও চাচা মোকছেদুলকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, উক্ত ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত শত্রুতা ও পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ পুলিশ প্রাথমিক তদন্ত না করেই মামলাটি নথিভুক্ত করেছে, যা আইনের শাসনের চরম অবমূল্যায়ন বলে মন্তব্য করেন তারা।

সাংবাদিক সম্মেলনে আরও দাবি করা হয়, প্রশাসনের একটি অংশের দায়িত্বহীনতার সুযোগ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা মামলা বাণিজ্যে লিপ্ত হচ্ছে। এভাবে নিরীহ মানুষকে হয়রানি করা হলে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা মারাত্মকভাবে ক্ষুন্ন হবে।

ভুক্তভোগী পরিবার জোর দাবি জানিয়ে বলেন, ঘটনার নিরপেক্ষ ও গভীর তদন্ত হলে প্রকৃত অপরাধীরা চিহ্নিত হবে এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হবে। তারা অবিলম্বে মিথ্যা মামলার হয়রানি বন্ধ করে নির্দোষদের দায়মুক্তি দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার নীলফামারী জেলার পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানান।

‘সারাদেশ’ : আরও খবর

» আগামী নির্বাচন শুধু ক্ষমতার পালা বদল নয়, বাংলাদেশের আগামী ১শ বছরের রূপরেখা -চট্টগ্রাম জেলা প্রশাসক

সম্প্রতি