image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পিরোজপুরে বাসের ধাক্কায় টমটম চালকের মৃত্যু

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের নাজিরপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় রতন মজুমদার (৫০) নামে এক টমটম চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর–ঢাকা মহাসড়কের নাজিরপুর উপজেলার ৫নং শাখারীকাঠী ইউনিয়নের ডাকাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন মজুমদার পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত রবীন্দ্রনাথ মজুমদারের ছেলে। পেশায় তিনি একজন টমটম চালক ছিলেন। দুর্ঘটনার সময় তার সঙ্গে সজল নামের তার এক নাতি উপস্থিত ছিল।

প্রত্যাক্ষদর্শী ও শাখারিকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হুমায়ূন কবির জানান, মাগরিবের নামাজের পর রতন টমটমযোগে মাটিভাংগা থেকে নাজিরপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় ডাকাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস টমটমটিকে ধাক্কা দেয়। এতে রতনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শী ও নাজিরপুর থানা পুলিশের সূত্রে জানা যায়, রতন ধান বিক্রি করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» আগামী নির্বাচন শুধু ক্ষমতার পালা বদল নয়, বাংলাদেশের আগামী ১শ বছরের রূপরেখা -চট্টগ্রাম জেলা প্রশাসক

সম্প্রতি