বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে। তারা চায় দেশে যেন নির্বাচন না হয় এবং শেখ হাসিনার মতো অনির্বাচিত সরকার বছরের পর বছর ক্ষমতায় থাকে। ভারতের একটি তাবেদার সরকার বহাল রাখতেই এই ষড়যন্ত্র চলছে। তবে বাংলাদেশের সাধারণ জনগণ ইতোমধ্যে এই চক্রান্ত ভেঙে দিয়েছে। মঙ্গলবার,(১৬ ডিসেম্বর ২০২৫) সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালি মান্দ্রা বিজয় স্তম্ভে বিজয় দিবস উপলক্ষে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. রিপন বলেন, যারা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে দিতে চায় না, যারা চায় না দেশ গণতান্ত্রিক পথে হাঁটুক এবং একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক—তাদের পক্ষ থেকেই হামলা ও নাশকতার চেষ্টা চলবে। কিন্তু দেশের জনগণ নিজেদের সরকার ও প্রতিনিধি নিজেরাই বেছে নিতে চায়। এই আকাঙ্ক্ষা দমন করতেই ষড়যন্ত্রকারীরা নানামুখী চক্রান্তে লিপ্ত।
তিনি আরও বলেন, ২৪ আগস্ট বাংলাদেশের জনগণ যে অভ্যুত্থান সংগঠিত করেছে, সেই চেতনা ও ভাবনায় জনগণ ঐক্যবদ্ধ থাকলে সব ধরনের ষড়যন্ত্র থেকে দেশ মুক্তি পাবে। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান খান, বিএনপি নেতা মোশাররফ হোসেন নসু, দেওয়ান জহির আমীন প্রমূখ।
নগর-মহানগর: গাজীপুরে বিএনপির বর্ণাঢ্য বিজয় র্যালি