image

মহেশখালীতে বালুর ডাম্পার গাড়ি চাপায় এক শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, মহেশখালী

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বালু পরিবহণের কাজে নিয়োজিত এক ডাম্পার গাড়ি চাপায় (১৯ মাস বয়সী) হিকমা মনি নামের এক শিশু নিহত হয়েছেন।

মঙ্গলবার,(১৬ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হিকমা মনি ৭নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা হেলাল উদ্দিনের একমাত্র শিশু কন্যা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে সরওয়ারের মালিকানাধীন ডাম্পার গাড়ি স্থানীয় মাওলানা নুরুল ইসলামের বাড়ীর উঠানে বালু দিয়ে যাওয়ার সময় শিশু হিকমা মনিকে চাপা দেয়। পথিমধ্যে বেপরোয়া গাড়ির চাপায় রাস্তায় পড়ে থাকা মগজ থেঁতলানো অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা, ঘটনাস্থলে শিশুটি মারা যায়। আদরের ফুটফুটে কন্যা সন্তানকে হারিয়ে পিতার আর্তনাদে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, ছোট মহেশখালীর দক্ষিণ নলবিলা থেকে মাটি কাটার সঙ্গে জড়িত তিনটি ডাম্পার আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরই জড়িত ডাম্পার ও চালক পালিয়ে যায়। আটক ডাম্পারের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মহেশখালী থানার ওসি মজিবুর রহমান জানান, ডাম্পার চাপায় নিহত শিশুটির লাশ উদ্ধার পরবর্তী মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটক করতে কাজ করছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি