চট্টগ্রামে ছাত্রদলের সাবেক এক নেতার বাড়ি লক্ষ্য করে ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী আহমেদ রেজার দাবি, প্রতিবেশীর সীমানা দেয়াল নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবির প্রতিবাদ করায় তাকে ভয়ভীতি দেখাতে এ ঘটনা ঘটানো হয়েছে।
আহমেদ রেজা যুবদলের চট্টগ্রাম মহানগর কমিটির পদ প্রত্যাশী। তার বাবা ডা. ফরিদ উদ্দিন ওরফে ফরিদ মেম্বার বায়েজিদ বোস্তামী ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এবং মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।
ঘটনার বর্ণনা দিয়ে সাবেক ছাত্রদল নেতা আহমেদ রেজা বলেন, গত শনিবার তাদের বাড়ির পাশে একটি জায়গায় সীমানা দেয়াল নির্মাণের সময় কিছু লোক এসে সেখান থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দেয়াল নির্মাণের কন্ট্রাক্টর জনি তাকে ফোন করে বিষয়টি জানিয়ে সহযোগিতা চান।
তিনি বলেন, সেখানে গিয়ে চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে ওই লোকজন চা-নাস্তা খাওয়ার কথা বলে। কয়েক হাজার টাকা দিতে চাইলেও তারা তা নিতে অস্বীকৃতি জানিয়ে ৫০ হাজার টাকায় অনড় থাকে। পরে তারা সেখান থেকে চলে যায়। এ ঘটনার পর রাতে কয়েক দফায় অজ্ঞাত নম্বর থেকে তার মোবাইল ফোনে কল করে হুমকি দেওয়া হয়।
আহমেদ রেজা আরও বলেন, “সর্বশেষ রোববার রাতে চারজন যুবক মুখে মাস্ক পরে আমাদের বাড়ি লক্ষ্য করে ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তারা হয়তো ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যেই গুলি চালিয়েছে।”
তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে গুলির আলামত উদ্ধার করে নিয়ে গেছে।
এ বিষয়ে তিনি বলেন, “আমার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আমরাও রাজনীতি করি। এলাকার কোনো বিষয়ে কেউ ডাকলে আমাদের যেতে হয়। সে কারণেই ওই ঘটনায় আমি সেখানে গিয়েছিলাম।”
কারা এই হামলা চালিয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলাকারীরা মুখে মাস্ক পরা থাকায় তাদের চিনতে পারেননি। তবে ধারণা করছেন, তারা বায়েজিদ বোস্তামী এলাকার বাদামতল ও চালিতাতলী এলাকা থেকে এসে থাকতে পারে।
এ ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান এক বিবৃতিতে বলেন, সাবেক বিএনপি নেতা ফরিদ উদ্দিনের বাড়ি লক্ষ্য করে একটি সন্ত্রাসী গোষ্ঠী এলোপাথাড়ি ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি ছুড়েছে, যা সংশ্লিষ্ট এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সন্ত্রাসী গোষ্ঠী এলাকায় অবস্থান নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। তারা নিয়মিত অবৈধ অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষকে ভীতিসহ হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়।
এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তিনি জানান, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করেননি।