জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বেতন-ভাতা উত্তোলনের অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজ অধ্যক্ষের যোগসাজশে বিদেশে অবস্থান করেও একাধিক কর্মকর্তা-কর্মচারীর নিয়মিত বেতন উত্তোলনের অভিযোগের পর বিষয়টি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে তদন্ত কমিটি গঠনের তথ্য জানানো হয়। তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা আইসিটি অফিসার।
সংশ্লিষ্ট সুত্র জানা যায়, কলেজের হিসাব সহকারী মো. মতিউর রহমান প্রায় দেড় বছর ধরে সৌদি আরবে অবস্থান করলেও কোনো ধরনের সরকারি অনুমতি বা ছুটি ছাড়াই নিয়মিত বেতন উত্তোলন করেছেন। হাজিরা খাতায় তাকে নিয়মিত কর্মরত দেখিয়ে বেতন উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের স্টেটমেন্টে।
এছাড়া কম্পিউটার ডেমো শিক্ষক নাজনীন সুলতানা এমপিওভুক্ত শিক্ষক হিসেবে কলেজে কর্মরত থাকার পাশাপাশি আক্কেলপুর উপজেলার ভানুকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করে দুই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে শারীরিক শিক্ষা শিক্ষক মিজানুর রহমান গত ৫ আগস্টের পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় নিয়মিত স্বাক্ষরের মাধ্যমে বেতন উত্তোলন করে আসছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সারাদেশ: জয়তী-সমরজিতের ‘যদি অকারণ’
সারাদেশ: প্রকাশ্যে তন্ময়-মিমের নতুন তিন নাটক
সারাদেশ: বোয়ালখালীতে কৃষকের গরু চুরি
সারাদেশ: বদলগাছীতে মহান বিজয় দিবস পালিত
সারাদেশ: হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার