image

শেরপুরে ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেপ্তার ৪

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে হামলা, ভাংচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় (কার্যক্রম নিষিদ্ধ) আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রাহাত হাসান রানা (৩৬), ওই ইউনিয়নের বোঙগা গ্রামের মৃত আব্বাস আলী প্রামানিকের ছেলে ইউনিয়ন কমিটির সদস্য কামরুল হাসান (৪৫), মৃত রমজান আলীর ছেলে ইউনিয়ন কৃষকলীগের সদস্য হারুনুর রশিদ (৪০) ও মৃত সরাফত উল্লাহর ছেলে ইউনিয়ন কমিটির সদস্য আমিনুর রহমান (৪০)।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপি দেশব্যাপী অবরোধ কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করছিল।

বেলা সাড়ে ১১টার দিকে কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এই ঘটনায় আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৪১ জনের নাম উল্লেখ করে ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদি হয়ে মামলা দায়ের করেন। এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইব্রাহীম আলী বলেন, মঙ্গলবার আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় অবৈধ পাথর পরিবহনকালে ট্রাকসহ চালক-হেলপার আটক

সম্প্রতি