টাঙ্গাইলের ধনবাড়ীতে মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের অসহযোগীতা ও সাংবাদিকদের আসন বিন্যাসে অব্যবস্থাপনার কারণে বিজয় দিবসের কর্মসূচিসহ উপজেলা প্রশাসনের পরবর্তী সকল কর্মসূচি বর্জন করেছে উপজেলার সকল প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
ধনবাড়ীতে কর্মরত সাংবাদিকরা জানান, মহান বিজয় দিবসে ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত সরকারী ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশ মাঠে অনুষ্ঠিত কর্মসূচীর সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের জন্য নিদিষ্টভাবে আসন বিন্যাস, শৃংখলা অব্যবস্থাপনা ও সাংবাদিকদের প্রতি অসহযোগীতার কারণে ধনবাড়ী উপজেলার সকল সাংবাদিকরা বিজয় দিবসের কর্মসূচি বর্জন করে মাঠ ত্যাগ করি।
এব্যাপারে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহান বলেন, আমরা সাংবাদিকরা সকল সময়ে উপজেলা প্রশাসনের সংবাদ তুলে ধরে থাকি। কিন্তু মহান বিজয় দিবসে আমাদের সংবাদ কর্মীদের আসন বিন্যাসে চরম অব্যবস্থাপনার জন্য মাঠে সকল প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ দাড়িয়ে থাকি। এতে করে অনুষ্ঠানস্থলের পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেজন্য মাঠ ত্যাগ করতে বাধ্য হই।
ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন,মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের অব্যবস্থ্পানা ও সাংবাদিকদের প্রতি অসহযোগীতা কোন ভাবেই কাম্য নয়। আমরা ধনবাড়ীর সাংবাদিকবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও মহান বিজয় দিবসে ধনবাড়ী উপজেলা প্রশাসনের সাংবাদিকদের আসন বিন্যাসসহ প্রতি বছরই অসহযোগীতা লক্ষ্যনীয় হয়ে থাকে। এব্যাপারে উপজেলা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তাদের জনানোর পরেও কোন ভূমিকা নিতে দেখা যায় না। বিষয়টি আশ্চার্যজনক! সেই সাথে এমন ঘটনার নিন্দা জানাই।
এঘটনায় ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথীর কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে বিষয়টি পাশ কাটিয়ে ঘটনাটি নিয়ে বসার আহবান জানান।
আন্তর্জাতিক: বৃষ্টিতে তলিয়ে গেল আশ্রয় শিবির, তীব্র শীতে দুর্ভোগ
আন্তর্জাতিক: ট্রাম্পের অভিবাসী ফেরত অভিযান কি আরও জোরালো হবে
সারাদেশ: বোয়ালখালীতে কৃষকের গরু চুরি
সারাদেশ: বদলগাছীতে মহান বিজয় দিবস পালিত