image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চৌমুহনী প্রেসক্লাবের বিজয় দিবস পালিত

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চৌমুহনী কেন্দ্রিয় শহীদ মিনারে প্রেসক্লাবের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পন শেষে, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। চৌমুহনী প্রসক্লাবের আহবায়ক ও বাংলা টিভিরনায়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে প্রসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌমুহনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম হারুন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কো-অপট সদস্যমাস্তফা মহসিন, যুগ্ম আহবায়ক সিহাব উদ্দিন, আবদুর রহিম, সদস্য, এম. মজিদুল ইসলাম,মোঃ আলাউদ্দিন, কামরুল হাসান দুলালসহ অনেকই বক্তব্য রাখেন।

বক্তাগন ৭১ এর মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন। এছাড়াওনায়াখালীর বেগমগঞ্জে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় অবৈধ পাথর পরিবহনকালে ট্রাকসহ চালক-হেলপার আটক

সম্প্রতি