পাবনার ঈশ্বরদী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বীরু মোল্লা (৬৫)। তিনি লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন এবং ওই এলাকার আবুল মোল্লার ছেলে।
এ ঘটনায় অভিযোগের মুখে রয়েছেন জহুরুল মোল্লা (৫৫)। তিনি একই এলাকার ইসলাম মোল্লার ছেলে এবং নিহত বীরু মোল্লার চাচাতো ভাই।
নিহতের ছেলে রাজিব মোল্লা অভিযোগ করেন, জহুরুল মোল্লা তাদের কয়েকটি ইটভাটা দখল করে নিয়েছেন। বিষয়টি নিয়ে আগে একবার মারামারির ঘটনাও ঘটে। এ নিয়ে তার বাবা অনুতপ্ত ছিলেন বলেও জানান তিনি। রাজিব মোল্লার ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতভর জহুরুল তাদের জমি থেকে মাটি কেটে বিক্রি করেন।
তিনি আরও বলেন, বুধবার সকালে তার বাবা এ বিষয়ে কথা বলতে জহুরুলের কাছে গেলে দুজনের মধ্যে আবার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জহুরুল মোল্লা তার বাবাকে লক্ষ্য করে গুলি করেন। এতে বীরু মোল্লা চোখে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় জহুরুল মোল্লার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক: বৃষ্টিতে তলিয়ে গেল আশ্রয় শিবির, তীব্র শীতে দুর্ভোগ
আন্তর্জাতিক: ট্রাম্পের অভিবাসী ফেরত অভিযান কি আরও জোরালো হবে
সারাদেশ: বোয়ালখালীতে কৃষকের গরু চুরি
সারাদেশ: বদলগাছীতে মহান বিজয় দিবস পালিত