image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ঘিওরে মহান বিজয় দিবস পালিত

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে ঘিওর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, ঘিওর সরকারি কলেজ, ঘিওর উপজেলা প্রেসক্লাব, ঘিওর পাবলিক লাইব্রেরী, ঘিওর ডি,এন হাই স্কুল, ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সমাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। পরে বর্নাঢ্য রালি বের হয়। র‌্যালিটি ঘিওর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে ঘিওর ডি, হাই স্কুল মাঠ প্রাঙ্গনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শাররিক কসরত ও ডিসপ্লে প্রদর্শণ করে। দুপুরে মুক্তিযোদ্ধার মহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর আহম্মেদ, ঘিওর থানা অফিসার ইনচার্জ মীর মাহাবুবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান, ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাধারন সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার প্রমুখ। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

‘সারাদেশ’ : আরও খবর

» ডিমলায় অবৈধ পাথর পরিবহনকালে ট্রাকসহ চালক-হেলপার আটক

সম্প্রতি