সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে মহান বিজয় দিবস যথাযোগ্য পর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সূর্যদ্বয়ের সাথে সাথে বদলগাছী স্মৃতিসৌধ প্রাঙ্গনে ৩১বার তপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়। এরপর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুস্পস্তবক অর্পণ শেষে সকল সরকারি/আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ ব্যক্তি মালিকানাধীন ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় শেখ রাশেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। পতাকা উত্তোলন শেষে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তিনি।
এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কচিকাচা শিক্ষার্থীদের শারীরিক কসরত, কুচকাওয়া অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১ টায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারা।
সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক: বৃষ্টিতে তলিয়ে গেল আশ্রয় শিবির, তীব্র শীতে দুর্ভোগ
আন্তর্জাতিক: ট্রাম্পের অভিবাসী ফেরত অভিযান কি আরও জোরালো হবে
সারাদেশ: বোয়ালখালীতে কৃষকের গরু চুরি